শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গণতন্ত্রকে দাফন করতে চায় সরকার

সোমবার, জানুয়ারী ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে পূর্বেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়।’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ জানুয়ারি) সকালে কাফরুল এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।

পুরো দেশ ও জাতি নির্বাচনের বিরুদ্ধে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। জোর করে তারা যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না। নির্বাচনের ফলাফল ভোটের পূর্বেই ঠিক হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই খুন করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ নিজেরা নিজেরা খুনাখুনি করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর দায় চাপিয়ে দিচ্ছে গণতন্ত্রের জন্য লড়াইকারীদের ওপর।’

লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতিবিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন।