শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গণতন্ত্রের সব কাঠামো ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ সরকার

রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

সীতাকুণ্ড, চট্টগ্রাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সীতাকুণ্ড উপজেলা কমিটির সভা মঙ্গলবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

কমরেড জহির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড উত্তম চৌধুরী, কমরেড মছি উদ দৌলা, মাহবুবুল আলম চৌধুরী, জামাল উদ্দিন, মাহবুবুল হক, নুরুর মোস্তাফা, ইমরান চৌধুরী, আবু তাহের।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতি খুবই নাজুক। লুটপাটতন্ত্র, ঘুষ, দূর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন পদক্ষেপ লক্ষ্যই করা যাচ্ছে না। সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়ছে। গণতন্ত্রের সব কাঠামো বর্তমান আওয়ামী লীগ সরকার ভেঙ্গে দিয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘ঘুষ, দূর্নীতি ও লুটপাটতন্ত্র বন্ধ করে মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপ নিতে হবে, সিন্ডিকেট ভেঙ্গে টিসিবিকে আরো সক্রিয় করতে হবে। বর্তমানে বেকার সমস্যা নিরসনে, সীতাকুণ্ড অঞ্চলের কলকারখানায় স্থানীয় বেকার তরুণদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় গরু-ছাগল লালন-পালনকারীদের নামে বন বিভাগ কর্মকর্তাদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।’

প্রেস বার্তা