শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গণতন্ত্র ফিরিয়ে আনার সংকল্পে মায়ানমারের জনগণের সাথে সংহতি প্রকাশ যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার, জানুয়ারী ৪, ২০২৪

প্রিন্ট করুন
অ্যান্টনি ব্লিঙ্কেন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বলেছে, ‘মায়ানমারের সামরিক শাসনকে অবশ্যই তাদের সহিংসতা বন্ধ করতে হবে, অন্যায় ও নির্বিচারে আটক সবাইকে মুক্তি দিতে হবে, নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার দিতে হবে এবং অগ্রগতি ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে ফিরে আসার জনগণের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেন, ‘মায়ানমারে গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ, স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার সংকল্পে আমরা দেশটির জনগণের সাথে সংহতি প্রকাশ করছি।’

মায়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্তায় ব্লিঙ্কেন বলেন, ‘৪ জানুয়ারি বার্মার স্বাধীনতার ৭৬তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি দেশটির জনগণের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে মায়ানমারের জনগণকে সমর্থন করে আসছে এবং একটি সমন্বিত ইউনিয়নের প্রতি তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সমর্থন করেছে।

বার্তায় ব্লিঙ্কেন আরো বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর সহিংসতা অভিযান বার্মার জনগণের সমৃদ্ধি পুনরুদ্ধার এবং স্বাধীনতা, শান্তি ও ন্যায়বিচারের লক্ষ্যকে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকারকে ম্লান করেনি।’

তিনি বলেন, ‘আমরা এই সাধনায় হারিয়ে যাওয়া জীবনগুলোর প্রতি শোক ও সম্মান জানাই।’