ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার চারটি দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হল নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর।বুধবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সেকশন ৩৫৩ করাপ্ট অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট: ২০২৩’ শীর্ষক এক প্রতিবেদনে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, ওই চার দেশের মোট ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার দশজন, হন্ডুরাসের দশজন এবং এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে। এর নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টও আছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞার তালিকায় এমন কয়েকজন বিদেশি ব্যক্তি রয়েছেন, যারা জেনেশুনে ব্যাপক দুর্নীতি বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত রয়েছেন।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য। তাদের মধ্যে কারো আগেই মার্কিন ভিসা বা কোন নথি থাকলেও বাতিল করা হবে।’
প্রতিবেদনটিতে মধ্য আমেরিকার ওই চার দেশের ভঙ্গুর গণতন্ত্রের নিয়ে বিদ্যমান উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে গুয়াতেমালার কথা উঠে এসেছে। দেশটিতে সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রস্তুতি চলছে।