রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দক্ষিণ আফ্রিকার

শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

প্রিন্ট করুন

হেগ, নেদারল্যান্ড: আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর জন্য শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির বিরুদ্ধে এ মামলা করা হয়। এ দিকে, ইসরাইল ‘ঘৃণাভরে’ তাদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ প্রত্যাখান করেছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাদকতা লঙ্ঘন করেছে বলে আইসিজের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরো বলা হয়, ইসরাইল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।’

হেগের আবেদনে দক্ষিণ আফ্রিকা বলেছে, ‘ইসরাইল বৃহত্তর ফিলিস্তিনের অংশ হিসেবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট জাতীয় ও জাতিগত উদ্দেশ্য নিয়ে কাজ করছে।’

এ দিকে, ইসরাইল তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ প্রত্যাখান করেছে। এ বিষয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ইসরাইল আইসিজের কাছে করা দক্ষিণ আফ্রিকার এমন অপবাদ ঘৃণাভরে প্রত্যাখান করে।’

ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হয় ও প্রায় দ্বাদশ সপ্তাহ ধরে চলছে।

ইসরাইল ও হামাসের মধ্যে এ যুদ্ধে গাজার উত্তরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা এতকেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গেল ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয় ও এদের বেশিরভাই বেসামরিক নাগরিক। এছাড়াও, হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরাকলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

এ দিকে, হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় কমপক্ষে ২১ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু বলে তারা জানায়।