শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গোটা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রোববার (৭ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ গোটা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, পুরো দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার (৬ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

রোববার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।’

এ দিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ‘উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

ঢাকায় রোববার (৭ জানুয়ারি) উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ২৬ মিনিটে ও সোমবার (৮ জানুয়ারি) সূর্যোদয় ভোর ছয়টা ৪৩ মিনিটে।

সোমবারের (৮ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, গোটা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

মঙ্গলবারের (৯ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ গোটা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। পুরো দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।’

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, ‘এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।’