শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গোপীবাগে ট্রেনে আগুন: সাতজনের তদন্ত কমিটি গঠন

শনিবার, জানুয়ারী ৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর ঘটনায় সাতজনের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে দায়িত্ব নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বলেন, ‘ট্রেনের পুড়ে যাওয়া বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাত নয়টা পাঁচ মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত নয়টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত দশটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকাগামী ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে গেছে।