রাউজান, চট্টগ্রাম: রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ, রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারসহ বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মিছিল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।
সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব ইফতেখার উদ্দিন খান, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুসলেহ উদ্দিন, যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দীন, শামসুল হক বাবু, এমদাদুল হক, একরামুল হক, আব্দুল হক, জিএম মুর্শেদ, আইয়ুব খান, জসিম উদ্দিন, মো. আনোয়ার, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. শাহজান সাহিল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরানুল হক সোহেল, জেলা যুবদল নেতা জানে আলম, মো. আকবর, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন ইরফান, রাকিব উদ্দিন।
সমাবেশে জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘এ স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে আন্দোলন জোরদার হতে শুরু করেছে। এ আন্দোলনকে ব্যর্থ করে দেয়ার জন্য বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। চট্টগ্রামেও গোলাম আকবর খোন্দকারসহ অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের সেই উদ্দেশ্য সফল হবে না।’
তিনি গোলাম আকবর খোন্দকারসহ সব নেতার দ্রুত মুক্তি দাবি করেন।
আনোয়ার হোসেন বলেন, ‘সরকার দশ দফা না মানা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।’
তিনি সব নেতাকর্মীকে আন্দোলন জোরদার করার আহবান জানান।