শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গ্রীষ্মের পূর্বেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন

মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪

প্রিন্ট করুন
পেদ্রো সানচেজ

ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে স্পেন। সোমবার ( ১ এপ্রিল) ঘোষণায় এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সংবাদ টিআরটি ওর্য়াল্ডের।

সোমবার ( ১ এপ্রিল) মধ্যপ্রাচ্যে সরকারি সফরে আসা সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় এ ঘোষণা দেন সানচেজ। তিনি বলেন, ‘গ্রীষ্মের পূর্বেই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে স্পেন।’

এর পূর্বে, গেল ৯ মার্চ সানচেজ বলেছিলেন যে, তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করবেন।

সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টার নেতারা যৌথ বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছিল, ‘দেশগুলির নেতারা একমত হয়েছেন যে, এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। যেখানে ইসরাইল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করতে পারবে।’

গেল ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এখন পর্যন্ত উপত্যকাটিতে ইসরাইলের হামলায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি।