শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জলকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় নেতারা

শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি অসুস্থ তোফাজ্জল হোসেনের শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আল ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে দেখতে যান তারা। এ সময় চিকিৎসকের কাছে থেকে তোফাজ্জল হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ, সাধারণ সম্পাদক বেলায়েত বুলু, সহ সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, গাজী সেলিম, খুলশী থানার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক বিপ্লব, পাঁচলাইশ সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল কবির পলাশ, চান্দঁগাও থানা যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন টিপু, মো. জাবেদ, গিয়াস উদ্দিন টিপু, নজরুল, মোহাম্মদ মালেক, মো. জনি, সুমন, রানা প্রমুখ।

বলে রাখা ভাল, রোববার (১৮ সেপ্টেম্বর) তোফাজ্জল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে ম্যাক্স হাসপাতালের এইচডিওতে ভর্তি করানো হয়।