সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে আড়াই মাস পর আচানক ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে আচানক মধ্যরাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর ওই দুই সংগঠন এ মিছিল করে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে একটার দিকে কোতোয়ালি থানার জামালখান সড়কে প্রায় ৫০-৬০ জন যুবক এ মিছিল বের করে।

এ দিকে, ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকাল তিনটায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এলাকাবাসী জানান, শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে একটার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এ সময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ও ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে নিহতদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেয়ার দুঃসাহস দেখিয়েছে।’