শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে রোববার মুক্ত আলোচনা ‘গ্রুপ থিয়েটারে আগামীর ভাবনা’

বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘গ্রুপ থিয়েটারে আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা আগামী রোববার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ মুক্ত আলোচনার আয়োজন করছে।

এতে মূখ্য আলোচক থাকবেন ভারতর বিশিষ্ট নাট্যকার, নাট্যসমালোচক ও গবেষক অংশুমান ভৌমিক।

মুক্ত আলোচনায় সব নাট্যমোদি দর্শক, নাট্যকর্মী ও আগ্রহী সংস্কৃতজনদের অংশ নেয়ার জন্য আয়োজন সংগঠনের পক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম আমন্ত্রণ জানিয়েছেন।

প্রেস বার্তা