রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাব বিডির ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন তিন সম্পন্ন

মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: হোটেল রেডিসন ব্লু বে ভিউ চিটাগাংয়ের মোহনা বলরুম। নিয়ন আলোয় ঝলমলে মঞ্চ ঘিরে আমন্ত্রিত সহস্রাধিক দর্শক। সেই মঞ্চে ঢাকার তারকা মডেলদের অংশগ্রহণে একের পর এক বর্ণাঢ্য ফ্যাশন কিউতে ঝড় তুলল লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাব বিডি আয়োজিত ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন এন্ড বিয়ন্ড’ সিজন -৩ ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে। এতে অতিথি ছিলেন অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম।

ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, সেম ইউপিভিসি ও র‌্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, বিউটাইন রিভাইভ এর ফাউন্ডার্র এন্ড সিও ওয়াফা, ফ্যাশন ব্র্যান্ড আর্টএর চেয়ারম্যান মামুন চৌধুরী, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব, অ্যাটায়ার ক্লাব বিডির ফাউন্ডার আরিফুর রহমান, সবুজ স্বাধীন।

সঙ্গীতশিল্পী হাসান আরিফের পারফরমেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর ঢাকা ও চট্টগ্রামের সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা দশটির অধিক ফ্যাশন কিউতে অংশ নেন। ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে’ ফ্যাশন প্যারেডে যেসব ফ্যাশন হাউজ ও ব্র্যান্ড অংশকারীরা হচ্ছে বিউটাইন রিভাইব, আর্ট, ফিট এলিগেন্স. মেগমার্ট, এন্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার, নোয়াইবা। সবগুলো ফ্যাশন কিউর কোরিওগ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন ঢাকার বিখ্যাত মডেল, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার সাদ শাহরিয়ার জানান, গত দুই সিজনের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরো বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩। এ ফ্যাশন প্যারেডের যৌথ আয়োজক ছিল অ্যাটায়ার ক্লাব বিডি, পাওয়ার্ড বাই স্পন্স ফিট এলিগেন্স।

আয়োজনের প্লাটিনাম স্পন্সর বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ডায়মন্ড স্পন্সর হাবিব তাজকিরাজ, গোল্ড স্পন্সর- মেগামার্ট, সিলভার স্পন্সর- টাচ লেডি বিউটি লাউঞ্জ, ব্রোঞ্জ স্পন্সর- নোয়াইবা, ইন-এসোসিয়েট উইথ এন্টিক ফ্যাশন। কো-স্পন্সর- ওয়েস্টউড বাই এমজেএ, অপ্সরা, শেপার, জাজতানা বুটিক ওয়ার্ল্ড।

এয়ারলাইন্স পার্টনার- ইউএস বাংলা এয়ারলাইন্স, আইসক্রিম পার্টনার- পোলার, বিউটি পার্টনার- আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর, হেলথ পার্টনার- চিটাগাং ইউরোলজি এন্ড জেনারেল হসপিটাল, ফটোগ্রাফি পার্টনার- ত্রিয় ভিজ্যুয়াল এবং লা ফটোম্যানিয়া, ভিডিওগ্রাফি পার্টনার- সাইবারপাংক স্টুডিও, প্রিন্ট পার্টনার- শাইনবিডি, মিডিয়া পার্টনার- ক্যানভাস ও আইস টু-ডে, প্রমোশনাল পার্টনার- মেকআপ এডিকটো।