বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে হাসান মাহমুদ-নওফেল-নাছিরসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) আনোয়ার হোসেন নামে সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানায় মামলাটি করেন।

ব্যাপারটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী।

মামলায় উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন প্রাক্তন সাংসদ মহিউদ্দিন বাচ্চু, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, চসিকের রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, সরাই পাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমীন ও যুবলীগের প্রাক্তনত নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

মামলার এজাহারে বলা হয়, ‘গেল ৫ আগস্ট সরকার পদত্যাগের দিন ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে উৎসুক জনতা আনন্দ মিছিল করার সময় অভিযুক্তদের নির্দেশে অন্যরা গুলি ছোঁড়েন। এতে সিএনজি অটোরিকশা চালক আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।’