রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে ‘হাসিনা : এ ডটার’স টেল’ এর বিশেষ প্রদর্শনী বুধবার

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রদর্শিত হবে।

আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার ৭৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।

আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের পৃষ্ঠপোষকতায় প্রামাণ্যচিত্রটির দুইটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রথম প্রদর্শনী- দুপুর তিনটা থেকে বিকাল চারটা দশ মিনিট পর্যন্ত ও দ্বিতীয় প্রদর্শনীটি বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বুদ্ধিজীবী, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।