বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম ইপিজেডে কারখানা করবে চীনের ইনটেক্স লিংক গার্মেন্টস

সোমবার, অক্টোবর ৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মেসার্স ইনটেক্স লিংক গার্মেন্টস (বিডি) লিমিটেড ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইনটেক্স লিংক গার্মেন্টসের মধ্যে সোমবার (৩ অক্টোবর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইনটেক্স লিংক গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক জুনটিং ট্যান চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

শতভাগ বিদেশি মালিকানাধীন এ চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ৬১০ লাখ পিস টি শার্ট, ওভেন প্যান্ট ও জ্যাকেট, স্লিপিং ট্রাউজার, ছেলে ও মেয়েদের অন্তর্বাস উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে দুই হাজার ৬৫৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।