শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ অমান্য করে প্রতিষ্ঠান উচ্ছেদের অভিযোগ

মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও চট্টগ্রামে একটি সেবা প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি উচ্ছেদ করে ভবনে তালা লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ ও গ্যাস লাইনও। এ ঘটনার প্রতিবাদে ‘আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ সেন্টার’ নামে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এডভোকেট সাইফুর রহমানসহ এক দল আইনজীবী জেলা প্রশাসনের নেজারত শাখা বরবার এ স্বারকলিপি দেন।

এ সময় সাইফুর রহমান বলেন, ‘আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট’স রিসার্চ একাডেমী চট্টগ্রাম’ সরকার নিবন্ধনকৃত একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংস্থা। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংস্থাটি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা ও কল্যাণমূলক কাজ করছে; যা এখনো অব্যাহত আছে। প্রতিষ্ঠানটি তার কর্মকান্ড চালানোর জন্য চট্টগ্রাম সিটির চকবাজারের সিরাজদ্দৌল্লা রোডের পোস্ট অফিসের বিপরীতে ২০০৩ সালের ২৯ জানুয়ারি সাফ কবলা মূল্যে সাত শতক জায়গা কেনে। এ জায়গা নিয়ে পাশের এক ব্যক্তির বিরোধ হলে সেটি নিম্ন আদালত হয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত হাইকোর্ট ডিভিশন ২০০৭ সালের ৭ আগস্ট এক রায়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিটি ভোগদখলে রাখতে আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট’স রিসার্চ একাডেমীর পক্ষে জারি করা স্থগিতাদেশের সময় বৃদ্ধি করেন। আর মামলাটি এখনো চলছে।’

তিনি আরো বলেন, ‘হাইকোর্টের এ স্থগিতাদেশ অমান্য করে গেল ১৫ জুন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ওই সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত বিল্ডিংটি জোরপূর্বক বিনা নোটিশে বৈধ ভাড়াটিয়াদেরকে উচ্ছেদ করে সিলগালা করে দেয়া হয়। আর হাইকোর্টের সিভিল রিভিশন নম্বর ৩৩৬৫/২০০৫ পেন্ডিং ও স্থগিত আদেশ বলবত থাকাবস্থায় সরকারের কোন সংস্থা ওই সম্পত্তির উপর জোরপূর্বক দখল বা উচ্ছেদ আইনের প্রতি চরম অবজ্ঞার সামিল।’

ওই প্রতিষ্ঠানের পক্ষে সাইফুর রহমান প্রতিষ্ঠানটি খুলে দেয়ার জন্য লিখিত আবেদন করেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট শামসুল আলম, এডভোকেট এহতেশামুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক এ জি এস এডভোকেট কবির হোসেন, এডভোকেট সাদাত হোসাইন,এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট মোজাফফর আহমদ, এডভোকেট ইসমাইল গণিসহ অসংখ্য আইনজীবি উপস্থিত ছিলেন।