সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাল্গুনী দাসকে হল প্রশাসনের হুমকি

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: হল প্রশাসন হেনস্তা করেছে- এমন অভিযোগ এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সহ-সভাপতি ফাল্গুনী দাস।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চবির জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা হলে সদ্য এক্সটেনশনে খোলা খালি রুমে বুধবার (২৩ নভেম্বর) ফাল্গুনী দাসের অনুসারিরা অবস্থান করে ও সেটি হল প্রসাশনকে অবহিত করে। কিন্তু ছাত্রলীগের কর্মীদের হলে অবস্থান করতে বাধা দেয় হল প্রসাশন। পরবর্তী হল প্রসাশনের উস্কানীতে সংগঠন বহির্ভুত ছাত্রীরা অবস্থানরত ছাত্রীদের উপর হামলা করে। এক পর্যায়ে অবস্থানরত ছাত্রীদের আনুসাঙ্গিক জিনিসপত্র বাহিরে ফেলে দেয়। তৎক্ষনাৎ সংগঠনের কর্মীরা অবস্থান জোরালো করে ও তাদেরকে এমন কার্যকলাপের জন্য প্রশ্ন করে। প্রতি উত্তরে সংগঠন বহির্ভুত ছাত্রীরা নিজেদের অবস্থান ত্যাগ করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ছাত্রলীগের কর্মীরা রুমে প্রবেশ করে জিনিসপত্র স্ব অবস্থানে রেখে রুম তালাবদ্ধ করে হল থেকে বেরিয়ে পরে। কিছুক্ষণ পরে এক্সটেনশনের হাউসটিউটর কান্তা অন্যান্য শিক্ষক মিলে সেই রুমের তালা ভেঙ্গে ফেলে ও পুনরায় তাদের জিনিসপত্র নষ্ট করে ফেলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই সংগঠনের ছাত্রীদের বিভাগীয় শিক্ষকদের কাছে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করে এবং তাদেরকে ব্যক্তিগত হেনস্তা করে ও তাদেরকে হল থেকে বেরিয়ে পড়ার জন্য হুমকি দেয়। ওই ছাত্রীবৃন্দে মধ্যে রয়েছে চবি ছাত্রলীগের সহ সভাপতি ফাল্গুনী দাসের অনুসারি ফারিয়া নানজিবা (২০-২১ সেশন, দর্শন বিভাগ), জান্নাতুল ফেরদৌস (২০-২১ সেশন, সোসিওলোজি),
ফাল্গুনী বিশ্বাস দূর্গা (২০-২১ সেশন, দর্শন বিভাগ), জয়ীতা জাফরিন (১৯-২০ সেশন, ইতিহাস), ফোজিয়া আক্তার ( ১৫-১৬ সেশন, গনিত বিভাগ), পাঁপড়িসহ (১৯ -২০ সেশন, ইতিহাস) আরো অনেকে।’