মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

সোমবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রওাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভর্তি হন। চার দিন পর সোমবার (২৬ ডিসেম্বর) তিনি মারা যান। অন্য দিকে, আব্দুল গণি শনিবার (২৪ ডিসেম্বর) ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার (২৬ ডিসেম্বর) মারা যান।

এ দিকে, গত ২৪ ঘন্টায় (সোমবার ২৬ ডিসেম্বর) নতুন করে আরো ৩০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। চলতি বছর সর্বমোট পাঁচ হাজার ৩৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।