শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে ভোটদানে বাধা, পুলিশ-বিএনপির সংঘর্ষ

রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মাথায় সকাল নয়টার দিকে মৌলভী পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিটির চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

তবে, এ ঘটনায় তাৎক্ষণিক কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে ভোটার আসতে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশের উপর হামলা করে। পরে সংঘর্ষ বেঁধে যায়।

ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা।