রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ শুক্রবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে

রবিবার, নভেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত প্রদীপ ঘোষ প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ আগামী শুক্রবার (২৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রের নির্মাণ ব্যয় হয়েছে ৯৬ লাখ টাকা।

পরিচালক জানান, এ চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। কল্পনা দত্ত চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী ঘটক। সংগীত পরিচালনা করেছেন শিল্পী বাপ্পা মজুমদার। কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী।