মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে ছয়জনের মৃত্যু

রবিবার, আগস্ট ৬, ২০২৩

প্রিন্ট করুন

বেইজিং, চীন: চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বৃষ্টিতে ছয় জনের মৃত্যু ও চারজন নিখোঁজ হয়েছে। সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার (৬ আগস্ট) এ কথা বলা হয়েছে। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।

চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বেইজিং বলেছে, ‘গেল মাসে প্রাকৃতিক দুর্যোগে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।’

রোববার (৬ আগস্ট) বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ‘এছাড়া, উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরো ছয়জন মারা গেছে ও নিখোঁজ হয়েছে চারজন।’

সিনহুয়া আরো বলছে, ‘এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতোমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া ও ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।’

বলে রাখা ভাল, ‘ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারি বর্ষণ শুরু হয়।’