বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চীনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে: সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্র এ প্রথম চীনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে।

পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক এবং চীন ও তাইওয়ান বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র পরিচালক লরা রোজেনবার্গার এক সাথে ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ‘চীনে ক্রিটেনব্রিঙ্ক গত মাসে ইন্দোনেশিয়ার বালিতে জো বাইডেন এবং শি জিন পিংয়ের মধ্যকার বৈঠকের অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে কাজ করবেন। ওই বৈঠকে উভয়নেতা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খোঁজার অঙ্গীকার করেছিলেন।’

এছাড়া ক্রিটেনব্রিঙ্ক আগামী ২০২৩ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের চীন সফরের প্রস্তুতি নিয়েও কাজ করবেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশ যে কোন দেশের চেয়ে সামরিক খাতে বেশি ব্যয় করে। এছাড়া দুই দেশ তীব্র কৌশলগত প্রতিযোগিতায় লিপ্ত।