বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যে পাকিস্তান ‘ভূরাজনীতির ফুটবল’ হতে চায় না

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের পররাষ্ট্র নীতি নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো এক সাক্ষাৎকারে বলেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে চায় পাকিস্তান। এ দুই শক্তির বিরোধের মধ্যে পাকিস্তান ভূ-রাজনীতির ফুটবল হতে চায় না।’ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের গণ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। খবর ডনের।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান যুদ্ধ করছে বন্যা পরবর্তী নানা সংকট কাটিয়ে ওঠার। নজিরবিহীন বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে দেশটির। বন্যা চলাকালে বিভিন্ন দেশের সহায়তার আহবান জানিয়েছিল দেশটির সরকার। পাকিস্তানকে সহযোগিতার বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং আক্রমণ পাল্টা আক্রমণ করে বক্তব্য দিচ্ছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘বন্যার প্রভাব মোকাবিলায় পাকিস্তানকে ঋণের দায় থেকে অব্যাহতি দেয়া উচিত চীনের।’

এর জবাবে ওয়াশিংটনের উদ্দেশে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘ইসলামাবাদ-বেইজিং সম্পর্ক নিয়ে সমালোচনা বাদ দিয়ে পাকিস্তানের মানুষের জন্য কার্যকর কিছু করুন।’

দুই শক্তিধর রাষ্ট্রের এ অবস্থানের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো বললেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যে পাকিস্তান ‘ভূরাজনীতির ফুটবল’ হতে চায় না।’

তিনি বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র- এ দুই শক্তিকে ঐক্যবদ্ধ করে সেতুবন্ধন করতে চান।

বিলাওয়াল আরো বলেন, ‘তার দেশ এ দুই শক্তির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে চায়।’