শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চুক্তি সই/ভারত থেকে ট্রেনের ২০০ বগি কিনছে রেলওয়ে, খরচ ১৩০০ কোটি

বুধবার, মে ২২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: প্ল্যাটফরমে ট্রেন ভিড়লেই একটু জায়গা পেতে রীতিমত যুদ্ধ শুরু হয় যাত্রীদের। দুয়েকটি ছাড়া অধিকাংশ রুটের অবস্থা এখনো এমনই। আসনের চেয়েও কয়েক গুণ বেশি হয়ে যায় দাঁড়িয়ে থাকা যাত্রী। শুধু তাই নয়, রেললাইন নির্মাণ সম্পন্ন হলেও কোচ সংকটে ট্রেন চালানোও সম্ভব হচ্ছে না কয়েকটি নয়া রেলপথে।

প্রাপ্ত তথ্য মতে, এ মুহূর্তে রেলওয়ের বহরে যাত্রীবাহী কোচ রয়েছে এক হাজার ৯৪৩টি। যার ৫৫ শতাংশই মেয়াদোত্তীর্ণ। এমন বাস্তবতায় কোচ সংকট দূর করতে ও নয়া নির্মিত রেলপথে ট্রেন চালাতে উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০ মে) বিকালে রেলওয়ে ভবনে ভারতীয় কোচ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইটসের সাথে ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তি সই হয়েছে। প্রকল্পের চুক্তিদাম ধরা হয়েছ এক হাজার ৩০০ কোটি টাকা।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলসচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলী, ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ, ইউরোপীয় ইউনিয়নের হেড অব করপোরেশন মিচেল ক্রেজা।

মো. জিল্লুল হাকিম জানান, চুক্তি সইয়ের ২০ মাসের মধ্যে কোচগুলো দেশে আসার কথা রয়েছে।

এ সময় তিনি বলেন, ‘রেলের জন্য আরো কোচ দরকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সংখ্যক কোচ কেনার নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।