শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

ছাত্রদল নেতাদের মুক্তির দাবি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলশীতে বিক্ষোভ

রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের মুক্তির দাবি এবং চান্দগাঁও থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান আলফাজ, চার নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা পারভেজ আলম ও আরাফাত আলীর উপর ছাত্রলীগের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে খুলশী থানা ছাত্রদল।

খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

মিছির শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওমর ফারুক বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের অপশাসনে দেশের মানুষ এক বিভীষিকাময় হাহাকার পরিস্থিতিতে দিন পার করছে। বাংলাদেশের জনগণ সরকারের জুলুম নির্যাতন ও মামলা-হামলা থেকে নিস্তার চায়। আগামীতে ছাত্রদলের নেতৃত্বে এ অবৈধ সরকারের পতন ঘটানো হবে।’

খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান রাব্বি, নিরব পাটোয়ারী, দেলোয়ার হোসেন রুবেল ও ইব্রাহিম হোসেন সমাবেশে উপস্থিত ছিলেন।