নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শোটাইম মিউজিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বৈশাখী উৎসব ১৪৩০। উডসাইডের কুইন্স প্যালেসে রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। এ আয়োজনে সকলের জন্য ছিল পান্তা, ইলিশ ও ভর্তা। দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণিল নাচ, গান ছাড়াও ছিল রকমারী শাড়ী-কাপড় ও জুয়েলারী স্টোর। অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, ‘বাংলা নব বর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির প্রাচীনতম ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশে এ নব বর্ষ উদযাপন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। আবহমানকাল ধরে বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে বর্ষ বরণের উৎসব। নতুন বছর মানেই সবার কাছে নতুনত্বের প্রেরণা, নতুনভাবে জেগে ওঠার কল্পনা। অচেনা অজানার বিরুদ্ধে নতুন করে লড়াই করার স্বপ্ন দেখা। তাই, পুরনো দিনের গ্লানি ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার তাগিদেই- এ দিনটিকে আপন করে নিতে এ আয়োজন।’
বাংলা বর্ষ বরণের এ অনুষ্ঠানটি ছিল যেন একখন্ড বাংলাদেশ। মঞ্চ সাজানো হয়েছিল বৈশাখ ও বর্ষ বরণের আদলে। অনুষ্ঠানে অতিথিদের পান্তাভাত, ভাজা ইলিশ ও ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয়। সবাই লাইন ধরে বাঙালির চির চেনা সে খাবার নিয়েছেন হাত বাড়িয়ে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রুখসানা মির্জা, তাহমিনা মিম, কামরুল ইসলাম, লাল্টু।
অনুষ্ঠানে নাসির আলী খান পল, ডাক্তার চৌধুরী সারোয়ার হাসান, ডাক্তার এনামুল হক, আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, লায়ন আহসান হাবিব, হাসান জিলানী, নুরুজ্জামান সর্দার, মফিজুর রহমান, ময়নুজ্জামান চৌধুরী, কাজী আজম, সেলিম ইব্রাহিম, জাহাঙ্গীর আলম জয়, আকাশ রহমান, মিজানুর রহমান শেফাজ, আব্দুর রশীদ বাবু, এশা রহমান, শাহিদা শিকদার হাই, এমএন হায়দার মুকুট উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ছিলেন এডভোকেট কামরুজ্জামান বাবু ও মিয়া মোহাম্মদ দুলাল।