ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার (১২ মে) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আরেফীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।
২০২৩ সালের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় আরেফীকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পর দিন ৩০ অক্টোবর পল্টন থানার মামলায় আরেফীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর পূর্বে, ২৮ অক্টোবর সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় বিএনপির নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাকনাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন।