মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জিম্মিদের মুক্তি দিলে গাজায় ‘আগামীকাল’ যুদ্ধবিরতি সম্ভব

রবিবার, মে ১২, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

মেডিনা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ফিলিস্তিনের সংগঠন হামাস জিম্মিদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব আগামীকালই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে।’

যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাইরে শনিবার (১১ মে) তহবিল সংগ্রহকালে বাইডেন বলেছেন, ‘হামাস জিম্মিদের মুক্তি দিলে কালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে।’

প্রায় শখানেক লোকের উপস্থিতিতে বাইডেন বলেন, ‘ইসরাইল বলেছে, এটি এখন হামাসের হাতে। তারা যদি এটি করতে চায়, তবে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব হবে।’

এর পূর্বে, বুধবার (৮ মে) বাইডেন ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন। একইসাথে ইসরাইল মার্কিন বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক লোকজনকে খুন করছে বলেও তিনি অনুতাপ করেছিলেন।

এ দিকে, ইসরাইল ও হামাস কয়েক দফা আলোচনায় বসার পরও এখনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।