জ্যামাইকা, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যামাইকায় ‘মেমোয়ার’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে। ৭-২২ অক্টোবর পর্যন্ত সংগঠনটির এ অষ্টম চিত্রকর্ম প্রদর্শনী চলছে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে।
প্রদর্শনীতে বাছাইকৃত ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ অক্টোবর বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে আর্টিস্ট টক ও সাংস্কৃতিক আয়োজন।
সমাপনী অনুষ্ঠান হবে ২২ অক্টোবর বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সবাইকে প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।