শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

শনিবার, নভেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র: টুইটারের অর্ধেক কর্মীকে শুক্রবার (৪ নভেম্বর) ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্ক সমস্যাগ্রস্ত কোম্পানিটির নতুন মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাইয়ের এ উদ্যোগ নেয়া হল। খবর এএফপির।

প্রায় সাড়ে সাত হাজার কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। তাদেরকে জরুরি প্রয়োজনে অফিসের কম্পিউটারেও ঢুকতে দেয়া হচ্ছে না।

এর আগে কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘টুইটারকে একটি সঠিক পথে রাখার লক্ষ্যে শুক্রবার (৪ নভেম্বর) থেকে বিশ্বব্যাপী কর্মশক্তি কমানোর প্রক্রিয়া শুরু হবে। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে; যাতে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

এছাড়া বৃহস্পতিবার (৩ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে বার্তায় বলা হয়েছে, ‘আপনি যদি কোন অফিসে থাকেন কিংবা অফিসের পথে থাকেন, তাহলে দয়া করে বাড়ি ফিরে যান।’

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর এর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘন্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি। এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় টুইটার বার্তায় মাস্ক বলেন, ‘দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে, তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাইয়ের কোন বিকল্প নেই।’

এ দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বরখাস্ত হওয়া একজন কর্মী বলেন, ‘এটি খুবই অমানবিক। যে কোন মূল্যে অর্থ রক্ষার এটি একটি ভাড়াটে প্রচেষ্টা।’