রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ট্যাঙ্কারে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘অর্থহীন’ দাবি ইরানের

মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

প্রিন্ট করুন

ভারত: ভারতের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু, ইরান যুক্তরাষ্ট্রের এ অভিযোগ নাকোচ করে দিয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাঙ্কারে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে। খবর রয়টার্স, পিটিআই, এএফপির।

শনিবার (২৩ ডিসেম্বর) জাপানের মালিকানাধীন একটি ট্যাঙ্কার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায় বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায়।

পরে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে এ হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে।

যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘তারা এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। এ দাবি অর্থহীন।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের দাবির উদ্দেশ্য হল- গাজায় ইসরায়েল যে অপরাধ করছে, তা আড়াল করা।’

এ দিকে. হামলার শিকার ট্যাঙ্কারটি মুম্বাই বন্দরে নেয়া হয়েছে। সেখানে ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ট্যাঙ্কারটি পরিদর্শন করেছে। জানায়।