বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্পের অপরাধমূলক অভিযোগের সুপারিশের ব্যাপারে ভোট দেবে ক্যাপিটল দাঙ্গা প্যানেল

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে চালানো গত বছরের হামলার তদন্তকারী আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহসহ কমপক্ষে তিনটি বিষয়ে ফৌজদারি অভিযোগের সুপারিশ করবেন কিনা, সে বিষয়ে সোমবার (১৯ ডিসেম্বর) ভোট দেবেন। খবর এএফপির।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ছড়িয়ে পড়া দাঙ্গা থেকে উদ্ভূত  সম্ভাব্য অপরাধমূলক কার্যক্রম মূল্যায়ন করা কংগ্রেসনাল উপ-কমিটি ট্রাম্পের জন্য কমপক্ষে তিনটি অভিযোগ সুপারিশ করবে।

কমিটির প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে ঘনিষ্ঠ দুই ব্যক্তির উদ্ধৃতি অনুসারে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে বিদ্রোহ, সরকারি কাজে বাধা ও মার্কিন সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র।

ক্যাপিটল হামলার তদন্তকারী পূর্ণাঙ্গ কমিটি সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর একটায় তাদের শেষ বৈঠক ও দুই দিন পর ওই কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।

সোমবারের বৈঠকের সময় কমিটির সদস্যরা সম্ভাব্য ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে কোন ব্যক্তির নাম উল্লেখ করবে কিনা তা নিয়ে ভোট দেবেন।

বলে রাখা ভাল, নিয়ম অনুযায়ী কমিটি নিজে অভিযোগ দায়ের করতে পারে না। তবে তারা বিচার বিভাগের কাছে সুপারিশ করতে পারে।

উল্লেখ্য, ক্যাপিটলে হামলায় জড়িত থাকার অভিযোগে শত শত মানুষকে গ্রেফতার করা হয়।