শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর ক্যাসিডি

মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের নেতা হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন দলের সিনেটর বিল ক্যাসিডি। খবর দ্যা হিলের।

ক্যাসিডি বলেছেন, ‘দলে ট্রাম্পের যে প্রভাব রয়েছে, তা থেকে মুক্ত হওয়া উচিত।’

এবারের মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থীর বাজে ফলাফলের কারণে তিনি এ মন্তব্য করেন।

গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল ২২১টি আসন পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ২১৩টি আসন লাভ করে। তবে সিনেটে ডেমোক্র্যাটিক দল ৫১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের আগে রিপাবলিকান দল অনেক বেশি আসনে জিতবে বলে জোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এ ব্যর্থতার জন্য দলের বহু নেতা প্রধানত ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, ‘ট্রাম্পের নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বহু সংখ্যক আসন হাতছাড়া হয়েছে।’

গত শনিবার (১০ ডিসেম্বর) সিনেটর ক্যাসিডি বলেন, ‘তিনি প্রত্যাখ্যান করছেন যে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের নেতা।’

একই সঙ্গে তিনি বলেন, ‘রিপাবলিকান দলের উচিত নতুন কোন নেতা নির্বাচিত করা।’

ক্যাসিডি আরো বলেন, ‘রিপাবলিকান দলের এ মুহূর্তে কোন প্রেসিডেন্ট নেই। যিনি আমার নেতা নন, এমন কোন ব্যক্তির প্রেসিডেন্ট থাকার দরকারও নেই।’

গত ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেশিরভাগই মনে করেন, আগামী নির্বাচনে অবশ্যই ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না।