শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

রবিবার, জুন ১১, ২০২৩

প্রিন্ট করুন

রাণীশংকৈল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ধর্মগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে জিন্নাত। এ সময় ভারতের ১৫২ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

পরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে, পরিবারের সদস্যরা তার মৃতদেহ বাড়িতে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার পর বিএসএফের সাথে পতাকা বৈঠক হয়েছে। মৌখিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’

উভয়পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।