মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল গ্রেফতার

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে গুলশানের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সাড়ে ১২টায় দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এ দিকে, জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ঢাকাসহ পুরো দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় ৩০টি শোরুম রয়েছে।

অভিযোগ রয়েছে, দিলীপ আগরওয়াল ডায়মন্ডের বদলে বিভিন্ন জেলার শোরুমে উন্নতমানের কাঁচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রি করতেন।