রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ডিপ ফ্রিজে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বহু স্থান, এক সপ্তাহে মরল ৩৩ জন

বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক মানুষ। নয়া করে কয়েকটি রাজ্যে ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। তুষারপাতের কারণে বাতিল করা হয়েছে অন্তত তিনি হাজার ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের তথ্য বলছে, ‘গত কয়েক দিনে ২৪টির বেশি তুষারঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রজুড়ে। এতে আরাকানস, ইলিনয়, নিউইয়র্ক ও পেনসিলভেনিয়াসহ বহু জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে।’

আগামী কয়েক দিনে আরো ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য মতে, দেশটির বহু স্থান ‘ডিপ ফ্রিজে’ পরিণত হয়েছে। কোথাও কোথাও ৩০ ইঞ্চির বেশি তুষারের স্তুপ জমেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এক থেকে দুই ফিট পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তুষারঝড় ও তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চীল অঙ্গরাজ্যগুলোতে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

তুষারের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। বহু জায়গায় সড়ক দুর্ঘটনা দেখা গেছে। গত কয়েক দিনে দশ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় তিন হাজার ফ্লাইট।

বৈরি আবহাওয়ার কারণে আগামী কয়েক দিন বিমান চলাচল আরো ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।