শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

ডিসেম্বরে সড়ক, রেল ও নৌপথে ৫৮৫১ দুর্ঘটনায় মৃত ৪৬৪; আহত ৫৫০৯

রবিবার, জানুয়ারী ১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ২০২২ সালের শনিবার (৩১ ডিসেম্বর) মাসের শেষ দিনে নাটোরে তিন ও বগুড়ায় একজন রেল দুর্ঘটনায় নিহত হওয়ার পাাশাপাশি পুরো মাসে সারা দেশে সড়ক, রেলওয়ে ও নৌপথে পাঁচ হাজার ৮৫১টি দুর্ঘটনায় ৪৬৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন পাঁচ হাজার ৫০৯ জন।

স্বেচ্ছাসেবি-সচেতনতা ও গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড এর মহাসচিব শান্তা ফারজানার পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘বাইক লেন না থাকা, ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ করণে কার্যকর পদক্ষেপ না নেয়া, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, যাত্রী সাধারণের অসচেতনতা ও সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন কারণে নির্মমভাবে বেড়ে চলেছে পথ দুর্ঘটনা।’

সেভ দ্য রোড এর চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া ও আইয়ুব রানার তত্বাবধায়নে গবেষণা সেল থেকে ২৭টি দৈনিক পত্রিকা, ১১টি ইলেকট্রনিক্স চ্যানেল ও ২০টি অনলাইন নিউজ পোর্টাল থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘গত ডিসেম্বরে মোটর বাইক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ৯৩৫টি, আহত দুই হাজার ২৪৯ ও নিহত হয়েছে ৬০ জন; ৫৬৫টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৫৯ ও নিহত হয়েছে ৮৭ জন; ৯৯১টি বাস দুর্ঘটনায় আহত এক হাজার ২৪৯ ও নিহত হয়েছেন ১৬১ জন; সিএনজিসহ অন্যান্য বাহনে এক হাজার ২৫৫টি দুর্ঘটনায় আহত এক হাজার ২২১ ও নিহত হয়েছে ১২৪ জন। এ ছাড়াও ১-৩১ ডিসেম্বর পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৫৬টি। এতেআহত হয়েছে ৮৪ জন ও নিহত হয়েছে ২১ জন। (মর্মান্তিকভাবে বছরের শেষ দিন নাটোরে তিনজন ও এক জন রেলে কাটা পড়ে মারা গেছেন)। ১-৩১ ডিসেম্বর পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৪৮টি। এতে আহত হয়েছে ১৪৭ জন। নিহত হয়েছে ১১ জন। ১-৩১ ডিসেম্বর পর্যন্ত আকাশপথে কোন দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে অসুস্থ্য হয়েছেন অর্ধশতের বেশি মানুষ।’