শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ডেমোক্র্যাটিক পার্টি/ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন হাকিম জেফরিস

বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসকে বেছে নিয়েছেন হাউস ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে তিনি স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন। বুধবার (৩০ নভেম্বর) সসকালে ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাউস ডেমোক্র্যাটরা। খবরর রয়টার্সের।

নিউইয়র্ক থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া ৫২ বছর বয়সী হাকিম জেফরিস ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছেন। দলের সবার সম্মতিতে তাকে দলীয় নেতা বানানো হয়েছে। আগামী বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ১১৮তম কংগ্রেসে ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দেবেন তিনি।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচন শেষে পার্টির প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি। তিনি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

ন্যান্সি পেলোসি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী বছরের জানুয়ারি পর্যন্ত । এরপর নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। তখন দুই মেয়াদে ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দেবেন জেফরিস। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ দায়িত্ব পালন করবেন তিনি।

দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের হাতে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব তুলে দেয়ার জন্য বয়োজ্যেষ্ঠ নেতাদের ওপর চাপ ছিল। সেটিরই অংশ হিসেবে ন্যান্সি পেলোসি ছাড়াও মেজোরিটি লিডার ৮৩ বছর বয়সী স্টেনি হোয়ার ও হুইপ ৮২ বছর বয়সী জেমস ক্লাইবার্নও সরে দাঁড়িয়েছেন।