শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকায় সব দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের

শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন
ম্যাথিউ মিলার

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ঢাকায় নিযুক্ত সব বিদেশি দূতাবাস ও সেখানে কর্মরত সবার নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, ‘অবশ্যই আমাদের কূটনৈতিক কর্মীদের সুরক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, প্রতিটি দেশকে অবশ্যই সব কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিতের জন্য বাধ্যবাধকতা বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘মিশন কর্মীদের ওপর যে কোন আক্রমণ রোধে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের সাথে তার সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, সরকার আমাদেরসহ বাংলাদেশে থাকা সব বিদেশি মিশন ও কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

সম্প্রতি বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নিজের ও দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

ম্যাথিউ মিলার আরো বলেন, ‘আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ কার্যকর করার পদক্ষেপ শুরু করেছি। যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ‘কেলেঙ্কারি’র জন্য দায়ী বা জড়িত বলে আমরা বিশ্বাস করি।’

যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতি আরো স্পষ্ট করে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘ভিসানীতি নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নয়। বাংলাদেশি যে কোন ব্যক্তির ক্ষেত্রে এটি প্রয়োগ করা যেতে পারে- যাকে আমরা মনে করব গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার জন্য দায়ী বা জড়িত।’