রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক হলেন পেকুয়ার মোরশেদ হাসান

শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন কক্সবাজারের পেকুয়ার সন্তান মোহাম্মদ মোরশেদ হাসান। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান হ্নদয়ের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এপদে মনোনীত করা হয়।

মোহাম্মদ মোরশেদ হাসান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের আওয়ামী পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।
মোহাম্মদ মোরশেদ হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু্র আদর্শ বুকে ধারণ করে, শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ভিশন-৪১ পূরণে শিক্ষার মশাল জ্বালিয়ে, শান্তির পতাকা উড়িয়ে, প্রগতির পথে হেঁটে যেতে চাই সবার ভালবাসা নিয়ে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজের মেধা ও মনন উৎসর্গ করতে চাই।’

তার এ সাফল্যে পরিবার ও উপজেলাবাসী অনেক আনন্দিত। মেধাবী এ ছাত্রনেতার সফলতা কামনা করেছেন এলাকাবাসী।