শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

তফসিল বাতিল ও সরকার পতনের দাবিতে চবি ছাত্রদলের মশাল মিছিল

বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণবিরোধী তফসিল বাতিল, রাজবন্দিদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রথম দফা দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

বুধবার (২৯ নভেম্বর) রাতে চবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে হাটহাজারী সড়কে এ মিছিল করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ নকিব হোসাইন চৌধুরী, জাহেদ হোসেন, মোহাম্মদ মিছবাহ উদ্দন, মুহাম্মদ হিসাম উদ্দিন, মুহাম্মদ মিছবাহ উদ্দিন নাছিম, সাইফুল ইসলাম সায়েম, ওয়াহিদুর রহমান, আবু শাহাদাত মো. আদিল, মো. জহির উদ্দীন, মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, আনাছ হোসেন, ফরহাদ হোসেন সুমন, মোহাম্মদ তানভীরুল ইসলাম, মুহাম্মদ হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, বোরহান উদ্দিন, আজাহারুল ইসলাম।

মিছিল শেষে সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন, ‘দ্রুত এই অবৈধ তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।’