বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে আশা জাগিয়েছেন কমলা হ্যারিস

শনিবার, আগস্ট ৩, ২০২৪

প্রিন্ট করুন
কমলা হ্যারিস

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের রেসে দেরীতে ঢুকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তরুণ ডেমোক্র্যাটদের জাগিয়ে তুলেছেন, দলটি যদি আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আশা করে, তাহলে এ তরুণ ডেমোক্র্যাটদের অংশগ্রহণ জরুরি।

প্রেসিডেন্ট জো বাইডেন গেল ২১ জুলাই এক্সে দুইটি সাধারণ বার্তা দিয়ে বলেছেন, ‘তিনি রেস থেকে সরে আসছেন ও হ্যারিসকে সমর্থন করছেন, ২৮ বছর বয়সী স্টিভি ও’হ্যানলন বলেছিলেন যে, তিনি এতে ‘স্বস্তি’ অনুভব করেছেন।

যুব জলবায়ু সক্রিয়তা গ্রুপ সানরাইজ মুভমেন্টের সদস্য ও‘হ্যানলন বলেছেন, ‘৮১ বছর বয়সী বাইডেনের মানসিক সক্ষমতা ও ট্রাম্পের বিরুদ্ধে তার ভয়ঙ্কর ভোটের সংখ্যা সম্পর্কে উদ্বেগ ‘বহু যুবকের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে।’

ও‘হ্যানলন আরো বলেন, ‘হ্যারিসের প্রার্থিতা দুই সপ্তাহও হয়নি। তবে, এরমধ্যেই ‘তিনি এমন একটি উৎসাহ তৈরি করেছেন; যা বাইডেনের পক্ষে সম্ভব ছিল না।’

ওহাইওর সিনসিনাটি থেকে ২২ বছর বয়সী ইথান নিকোলাস বলেছেন, ‘নয়া শক্তি ‘মাঠেই স্পষ্ট হবে।’

রাজনীতিতে সক্রিয় ডেমোক্রেটিক সমর্থক কলেজ ছাত্র ইথান নিকোলাস বলেছেন, ‘আমার বন্ধুরা যারা রাজনৈতিকভাবে জড়িত নয়, আমি তাদের কমলা হ্যারিস সম্পর্কে ছবি, ভিডিও, টেক্সটগুলো পুনরায় পোস্ট করতে দেখেছি এবং আপনি জানেন, অবশেষে একটি প্রচারণার জন্য আপাতদৃষ্টিতে এগুলো খুব উত্তেজিত মনে হচ্ছে যে, তারা অনুপ্রাণিত বোধ করেছে।’

৫৯ বছর বয়সী হ্যারিস তার থেকে প্রায় ২০ বছর সিনিয়র ৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে তারুণ্যের এ উৎসাহকে পুঁজি করতে চান।