নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেয়ার প্রতিবাদে সমাবেশ করেছে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখা। বুধবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি এটিএম হেলালুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয় ও সাপ্তাহিক সচিত্র স্বদেশের সম্পাদক মোকসেদুর রহমান ভূইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ এলাহী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিল্টন ভুইঁয়া, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের অবৈধ সরকার জিয়া পরিবারের ওপর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে অবৈধ ফরমায়েশি আদেশ জারি করেছে। অবৈধ সরকার তাদের বাকশালী শাসন দীর্ঘ করতে দেশে বিরোধী দলের রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের বিরদ্ধে সাজানো মিথ্যা মামলায় কোর্টের মাধ্যমে অবৈধ ফরমায়েশি আদেশ জারি অব্যাহত রেখেছে। কিন্তু, এতে এ সরকারের শেষ রক্ষা হবে না।’
বক্তারা আরো বলেন, ‘তারেক রহমানের নির্দেশনার আলোকে সরকার পতনের এক দফার আন্দোলনে আন্তর্জাতিক জনমত সুসংহত করতে প্রবাসে একযোগে কাজ করে যাবে বিএনপির নেতা-কর্মীরা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাকশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।’