বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

তৃতীয় গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত উদ্যোগ ‘সামিট ফর ডেমোক্রেসি’তে যোগ দিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ মাসে দক্ষিণ কোরিয়ায় যাবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দক্ষিণ কোরীয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইয়ুলের সঙ্গে সাক্ষাৎ করে ব্লিঙ্কেন বলেছেন, ‘শীর্ষ সম্মেলনটি ‘প্রেসিডেন্ট বাইডেনের হৃদয়ের কাছের ও প্রিয়।’

ব্লিঙ্কেন আরো বলেছেন, ‘আমরা কৃতজ্ঞ যে, আপনি গণতন্ত্রের জন্য শীর্ষ সম্মেলনের মশাল উড়িয়েছেন ও আমি দক্ষিণ কোরিয়ায় যাওয়ার এবং অংশগ্রহণ করার জন্য খুব উন্মুখ হয়ে আছি।’

দক্ষিণ কোরিয়া আগামী ১৮-২০ মার্চ পর্যন্ত এ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

জো বাইডেন শীর্ষ এ সম্মেলনের উদ্যোগ নিয়েছিলেন। গণতন্ত্রকে জোরদার করার জন্য প্রাথমিকভাবে ২০২১ সালে ভার্চুয়ালি ছিল। যুক্তরাষ্ট্র ২০২৩ সালে গণতন্ত্রের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল।

প্রথম দুটি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ তালিকার জন্য যাচাই-বাছাই করা হয়েছিল। বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্কের মত গণতান্ত্রিক দেশগুলোসহ বহু মিত্র ও অংশীদারকে আমন্ত্রণ জানাতে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অংশীদার হয়ে উঠেছে। রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলছেন ও যুক্তরাষ্ট্রের সহযোগী জাপানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অবসান করতে চাইছেন।

চো তাই ইয়ুল ব্লিঙ্কেনকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ‘মূল্যবোধের কারণে জোট টিকে আছে ও শক্তিশালী হচ্ছে। আমরা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য কাজ করছি।’