শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি বাগমনিরাম বিএনপির

শুক্রবার, আগস্ট ২৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রস্তুতি সভা করেছে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিটির কাজির দেউড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফয়েজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন সিটি বিএনপির সাবেক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, জিয়া উদ্দিন খালেদ, শফিক আহমেদ, আবুল খায়ের মেম্বার, রফিক সদ্দার। প্রধান বক্তা ছিলেন চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেকান্দার, কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি মো. নিজাম, যুগ্ম সম্পাদক মো. ইসহাক, ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহাজাহান, জামাল আহমেদ, নগর যুবদলের নেতা আনোয়ার হোসেন, মো. ইদ্রিস, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, চকবাজার থানা যুবদলের সাধারণ মো. সারোয়ার, বিএনপি নেতা ফজর আলী, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সিহাব খালেদ মুন্না, কুতুব উদ্দিন, বিএনপি নেতা মো. জাবেদ, মো. মামুন, মো. মিজান, মো. নাছির, মো. ইলিয়াস, মো. ইয়াকুব, মহিলা দলের নেত্রী সায়রা খাতুন, যুবদল নেতা মো. আবুল হোসেন, ইসমাইল সরকার, ফারুক হোসেন বাবু, মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হোসেন, মো. কায়ছার।

সভায় ইয়াছিন চৌধুরী লিটন বলেন, ‘এ সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের দুঃখ কষ্ট বুঝে না। নিশিরাতের সরকার নিশিরাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে জনগণকে অসহনীয় কষ্ট ফেলে জনগণের টাকা লুট করে দেশকে দেউলিয়া করছে। এ স্বৈরাচারী সরকার ফের নির্বাচন নিয়ে জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পতন ঘটাতে হবে।’

তিনি শুক্রবার (২৬ অগাস্ট) বিকাল তিনটায় চকবাজার থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও রোববার (২৮ অগাস্ট) বিকাল তিনটায় কাজির দেউড়ি বাজার চত্বরে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান।