ঢাকা: থিয়েটারের সংকট উত্তরণে গঠিত হয়েছে সাধারণ নাট্যকর্মীদের নতুন আন্দোলন মঞ্চ ‘সাধারণ নাট্যকর্মী ঐক্য’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল গেটের সামনে শনিবার (২৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। সাধারণ নাট্যকর্মী ঐক্যের সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ১৫ জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সংগঠনটির কর্মকাণ্ড পরিচালনা ও সমন্বয় করবে। সাধারণ নাট্যকর্মী ঐক্যের সামগ্রিক কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্ব পালন করবেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ বারী।
সমন্বয়কারী হিসেবে আছেন মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, বিপ্লব প্রসাদ, তৌফিক হাসান ময়না, মোহাম্মদ আবুল মনসুর, শামসুল বাসেত শেরো, শহীদুজ্জামান সেলিম, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, সাইফুদ্দিন আহমেদ দুলাল, আমিনুর রহমান মুকুল, অলোক বসু, কাজী রোকসান রুমা, শামীমা শওকত আলী।
মোহাম্মদ বারী বলেন, ‘থিয়েটারে নেতৃত্বের অদূরদর্শিতা, নিষ্ক্রিয়তা ও একগুঁয়েমি মনোভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের নাট্যচর্চায় যে দিশাহীনতা, অনৈক্য ও অনিশ্চয়তার বাতাবরণ এবং নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনকল্পে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখা দরকার। এ কারণে কর্মসূচিগুলো সমন্বয় করার লক্ষ্যে একটি আন্দোলনমুখী মঞ্চ গঠন করেছি। আবারো স্পষ্ট করে বলতে চাই, আমরা বিভাজনের পক্ষে নই কিংবা আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিপক্ষ নই। আমরা সাধারণ নাট্যকর্মীদের মাঝে ঐক্য তৈরি করে অধিকার আদায় ও নাটকের উন্নয়নের স্বার্থে কাজ করার নতুন উদ্যোগ নিয়েছি। সক্রিয় নাট্যচর্চার সাথে যুক্ত যে কেউ এ আন্দোলন মঞ্চে শামিল হতে পারবেন।’