সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩

প্রিন্ট করুন
বেদান্ত প্যাটেল

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বুধবার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গেল সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন। সফরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পর সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের ক্রস বর্ডার, সন্ত্রাসবাদ বন্ধেও বাইডেন প্রশাসন কাজ করবে।’

নরেন্দ্র মোদিকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশটিতে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বন্ধে বাইডেন প্রশাসন কাজ করবে বলে জানান বেদান্ত প্যাটেল।

নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র তিনি বলেন, ‘ভারতের সাথে নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে তার (নরেন্দ্র মোদির) সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘ভারতের সাথে যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক জোনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।’

মুখপাত্র আরো বলেন, ‘নিশ্চয়ই ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত গভীর যে, তারা বিশ্বশান্তির জন্য এবং যে কোন উগ্রবাদের জন্য একসাথে কাজ করে যাবে ও সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে ‘

সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর যে মন্ত্যব্য প্রকাশ করেছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে বেদান্ত প্যাটেল সরাসরি উত্তর না দিয়ে সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।