শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দামেস্কে ইসরাইলি বিমান হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত

শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

দামেস্ক, সিরিয়া: দামেস্ক বিমান বন্দরের কাছে শনিবার (১৭ সেপ্টেম্বর) ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ‘ইসরাইলের চালানো এ আগ্রাসনে পাঁচ সেনা নিহত হন ও বস্তুগত কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে।

সংস্থাটি আরো জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার পর পরই শনিবার (১৭ সেপ্টেম্বর) প্রথম প্রহরে (গ্রিনিচ মান সময় শুক্রবার ২১৪৫ টা) এ বিমান হামলা চালানো হয়। সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় লেক তিবারিয়াস অভিমুখ থেকে চালানো এ হামলা লক্ষ্য ছিল দামেস্ক বিমানবন্দর ও দামেস্কের দক্ষিণের বিভিন্ন স্থাপনা।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব হামলায় সিরিয়ার পাঁচ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ইসরাইলি হামলায় ইরান সমর্থিত দুই যোদ্ধাও নিহত হন।

পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইসরাইলি হামলার প্রধান লক্ষ্য ছিল দামেস্ক বিমান বন্দরের কাছে ও দামেস্কের অভ্যন্তরে ঘাঁটি গেঁড়ে থাকা ইরান সমর্তিত বিভিন্ন গ্রুপ।

উল্লেখ্য, গত মাসেও রাজধানী দামেস্ক ও উপকূলীয় তার্তুস প্রদেশের দক্ষিণে ইসরাইলি বিমান হামলায় তিন সেনা প্রাণ হারান।