মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

দামেস্কোতে ইরানের কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী

মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪

প্রিন্ট করুন

দামেস্ক, সিরিয়া: ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন সিরিয়ার রাজধানী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে গেল সপ্তাহে ইসরায়েলের ভয়াবসহ হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে ফের অভিযোগ করেছেন। দামেস্কোতে নতুন কনস্যুলেট উদ্বোধনের পর সোমবার (৮ এপ্রিল) নতুন করে তিনি এ অভিযোগ করেন।

সোমবার (১ এপ্রিল) ইরানের দামেস্কো কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে রিভ্যুউলিশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে দুই জেনারেলও রয়েছেন।

দামেস্কোর গুরুত্বপূর্ণ মিত্র ইরান এ হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।

ইরান ও সিরিয়া হামলার জন্যে ইসরায়েলকে দায়ী করেছে। একইসাথে অভিযোগ করেছে, হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোসেইন আমির আবদুল্লাহিন দামেস্কোতে সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এ হামলার জন্যে দায়ী ও তাকে অবশ্যই এর জন্যে জবাবদিহি করতে হবে।’

এ দিকে, সোমবার (৮ এপ্রিল) আবদুল্লাহিন দামেস্কো নয়া কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সময়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ উপস্থিত ছিলেন।